Department of

Electrical and Electronic Engineering

Bangladesh University of Business and Technology (BUBT)

Loading Events

« All Events

  • This event has passed.

EEE CLUB Organized BEC ROBO MANIA 2022

May 3, 2023 @ 8:00 am - 5:00 pm

Loading

</a ></a ></a ></a ></a ></a ></a ></a ></a ></a ></a ></a ></a >

বিইউবিটি ইইই ক্লাব কর্তৃক আয়োজিত বেক রোবো ম্যানিয়া ২০২২ গতকাল ৫ জানুয়ারি ২০২৩
তারিখে বিইউবিটি ক্যাম্পাসে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয় এবং শেষ হয় রাত ৮ টায়। উক্ত
প্রোগ্রাম ৩ টা সেগমেন্টে ভাগ করা হয় ##প্রজেক্ট</a >
শো-কেসিং #
#রোবো</a >
সকার ও #
#লাইন</a >
ফলোয়ার রোবট চ্যালেঞ্জ। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে ভ্রাম্যমাণ
সাইন্স বাস ও টেলিস্কোপ সহ #
#বাজ</a >
ওয়ার ফান গেমসও রাখা হয়। প্রফেসর ড. মোঃ. আনোয়ার হোসেন, চেয়ারম্যান, ইইই
ডিপার্টমেন্ট এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রাম উদ্বোধন করেন প্রফেসর মোঃ আবু সালেহ,
উপদেষ্টা, বিইউবিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ. আলি নুর,
উপ-উপাচার্য, বিইউবিটি, প্রফেসর ড. শান্তি নারায়ণ ঘোষ, ডিরেক্টর, আইকিউএসি,
বিইউবিটি ও প্রফেসর আলি আহমেদ, ট্রেজারার, বিইউবিটি ও ডিন, ফ্যাকাল্টি অব সায়েন্স
এন্ড ইঞ্জিনিয়ারিং, বিইউবিটি। রোবো সকার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে
সোহরাওয়ার্দী কলেজের টিম গ্ল্যাডিয়েটর, রানার্স-আপ হয়েছে AIUB এর টিম এইমবট। লাইন
ফলোয়ার চ্যালেঞ্জ এ চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টিম মেট্রো রেল,
রানার্স-আপ হয়েছে ডুয়েটের টিম ডুয়েট কজেন্ট। প্রজেক্ট শো-কেসিং-এ চ্যাম্পিয়ন
হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির টিম টিম এটলাস, রানার্স আপ হয়েছে ড্যাফোডিল
ইউনিভার্সিটি টম দ্যা ফেয়ার। প্রধান অতিথি ড. মোহাম্মদ কায়কোবাদ বিজয়ী সকলের হতে
পুরষ্কার ও সনদ বিতরণ করেছেন।

Details

Date:
May 3, 2023
Time:
8:00 am - 5:00 pm